ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

পুনেতে দলের সঙ্গে যোগ দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৯ নভেম্বর ২০২৩  

লিটন দাস

লিটন দাস

গত ৭ নভেম্বর বিশ্বকাপ খেলতে গিয়ে দ্বিতীয় দফায় দেশে ফিরেছিলেন লিটন দাস। আসরের মাঝপথে দল ছেড়ে তার দেশে আসা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো জরুরী কাজ শেষেই আবার ভারতে ফিরে গেছেন লিটন।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা থেকে মুম্বাইতে পৌঁছান লিটন। এরপর সেখান থেকে গেছেন পুনেতে। কারণ বাংলাদেশ দল এখন পুনেতে অবস্থান করছে। 

এর আগে ১ নভেম্বর কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন লিটন। প্রথম দফায় মূলত, সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতেই এসেছিলেন তিনি। সেই সময়ে দুই দিনের ছুটি কাটিয়ে ৩ নভেম্বর রাতে আবার দলের সঙ্গে যোগ দেন এই উইকেটকিপার ব্যাটার।

বিশ্বকাপের মাঝেই এভাবে দেশে ফেরায় লিটনের ওপর কিছুটা ক্ষুব্ধ বিসিবি। দলের সঙ্গে থাকা বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছিলেন লিটন। তার আগে বিসিবির এই পরিচালক দেশে যোগাযোগ করেন, এরপর নিশ্চিত হয়েই টাইগার ব্যাটারকে ছুটি দেন। 

তবুও লিটন দ্বিতীয়বার দেশে ফিরতে ছুটি চাইলে বিসিবি থেকে কিছুটা আপত্তি তোলা হয়, না করে দেওয়া হয় প্রথমে। পরে বিষয়টি নিজেদের মধ্যে সামলে নিয়ে তাকে ছুটি দেওয়া হয়।

সর্বশেষ
জনপ্রিয়